রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেফতার ২ জঙ্গি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নব্য জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ নেতাকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

খিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রোববার দিবাগত রাত থেকে শুরু হওয়া এ অভিযান সোমবার সকালেও চলে। পরে সেখান থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ ২ জঙ্গিকে গ্রেফতার করে র‍্যাব। বাহিনীর দাবি, তারা জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার শীর্ষ সদস্য।

আটক দুজনে মধ্যে রনবীর সূরা সদস্য ও সামরিক শাখার প্রধান এবং বাশার সহযোগী বোমা বিশেষজ্ঞ। র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ৭ নং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি বিরোধী অভিযান চালায়।

এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে নব্য জঙ্গি সংগঠনের কর্মীরা। জবাবে র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে তাদের আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় দেশী-বিদেশী অস্ত্র। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে পরে বিস্তারিত জানাবে র‍্যাব।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img