হাতে ওয়াকিটকি, মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে দীর্ঘ দিন ধরে প্রতারণা করে আসছিল রিয়াজ মাহমুদ আকাশ (২২)। তিনি নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অভিনব স্টাইলে প্রতারণা করছিল।
২০ ডিসেম্বর নগরীর কোতোয়ালি থানার রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আজ বৃহস্পতিবার নগর গোয়েন্দা পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন।
সিএমপির গোয়েন্দা পুলিশ উত্তরের কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার নিউমার্কেট রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে নৌবাহিনীর অফিসার পরিচয় দেওয়া মো. রিয়াজ মাহমুদ আকাশ নামে এক প্রতারককে ওয়াকিটকিসহ গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে সশস্ত্র বাহিনীর মনোগ্রাম, নৌবাহিনীর স্টিকার সম্বলিত চাবিসহ একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ওই ব্যক্তি চোরাই মোটরসাইকেলে নৌবাহিনীর লোগো ও স্টিকার লাগিয়ে ওয়াকিটকি ব্যবহার করে বিভিন্ন সময় নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে অনেকের সাথে প্রতারণা করে আসছিল।
তিনি জানান, গ্রেফতার রিয়াজ নিজেকে নৌবাহিনীর অফিসার পরিচয় দিয়ে ওই হোটেলের রুম নিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এমজে/