ডুলাহাজারা সাফারি পার্কে হাতির মৃত্যু

কক্সবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩২ বছর বয়সী একটি হাতি মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ এই হাতির নাম দিয়েছিল বাহাদুর। সোমবার (২৮ নভেম্বর) বিকাল ৪টার দিকে পার্কের ভেতরে হাতির গোদা এলাকায় হাতিটির মৃতদেহ দেখতে পায় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. মাজাহারুল ইসলাম বলেন, ‘পার্কের ভেতরে হাতির গোদা নামক স্থানে খাবার খাওয়ার সময় হঠাৎ সৈকত বাহাদুর অজ্ঞান হয়ে পরে। তাৎক্ষণিক ভেটেরিনারি চিকিৎসক নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় সৈকত বাহাদুর বেঁচে নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাতির ময়নাতদন্ত রিপোর্টও সংশ্লিষ্ট দফতরের জমা দেওয়া হবে।’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img