জেরুজালেমে বোমা বিস্ফোরণে ২ মার্কিন নাগরিক আহত

অধিকৃত জেরুজালেমের প্রবেশপথের কাছের দুটি বাসস্ট্যান্ডে বুধবার পরপর দুটি বিস্ফোরণ ঘটেছে।

এ ঘটনায় একজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।আহতদের মধ্যে কমপক্ষ্যে দুজন মার্কিন নাগরিক আছেন বলে দাবি করেছেন ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টম নিডস।খবর আল-আরাবিয়ার।

এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জেরুজালেমে যে সন্ত্রাসী হামলা হয়েছে- তাতে আমাদের দুজন নাগরিক আহত হয়েছে।আশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন্য পুলিশকে ধন্যবাদ।

ইসরাইলি পুলিশ বিস্ফোরণগুলোকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করে দাবি করছে, সন্দেহভাজন ফিলিস্তিনিরাই এ হামলা চালিয়েছে।

স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরে গিভাত শৌল এলাকায় জেরুজালেমের প্রধান প্রবেশদ্বারের কাছের একটি বাসস্ট্যান্ডে প্রথম বিস্ফোরণটি ঘটে। এতে বাস স্টপে অপেক্ষমান ১২ জন আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে তাদের একজন শায়ার জেডেক মেডিকেল সেন্টারে মারা যান।

ঠিক ৩০ মিনিটি পর শহরের উত্তরে অবস্থিত রামো এলাকার একটি বাসস্ট্যান্ডে দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। এতে সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। প্রথম বিস্ফোরণে স্টেশনের একটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সন্দেহ করছে, ব্যাগে রাখা রিমোট কন্ট্রোল ডিভাইস দিয়ে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img