প্রতিটি উপজেলায় হবে সাংস্কৃতিক কেন্দ্র, থাকবে সিনেকমপ্লেক্স: প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হবে, সেখানে থাকবে সিনেকমপ্লেক্স।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২ এর একটি আলোচনায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি সাংস্কৃতিক কেন্দ্র করবো, তার প্রতিটির ডিজাইনে একটি করে সিনেকমপ্লেক্স রয়েছে। ৪৯৩টি উপজেলায় প্রত্যেকটিতে মাল্টিপারপাস হল থাকবে।’

তিনি আরও বলেন, ‘সিনেমার সুদিন আমাদের ফেরাতেই হবে। মৌলবাদীদের হাত থেকে রক্ষা পেতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর কোনও বিকল্প নেই। আগে আমাদের গ্রামে রাতভর যাত্রা হতো। থাকতো জারি, সারি, ভাওয়াইয়া, কবিগান, পিঠা উৎসব ইত্যাদি। এখন তো গ্রামে নবান্ন উৎসব করতে গেলেই বাধার সম্মুখীন হতে হয়।’

তিনি বলেন, সামাজিক অব্যবস্থাপনার কারণে নারীরা আমাদের দেশে পিছিয়ে আছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, চলচ্চিত্র পরিচালক রুবাইয়াত হোসেন ও দূর্জয় বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দূর্জয় রহমান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img