ফেনীতে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষে আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংগঠনের পক্ষ তেকে দাবি করা হয়, এ সময় ছাত্রদলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় পুলিশ চার জনকে আটক করেছে। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের ইসলামপুর রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রদল মিছিল বের করে শহরের ট্রাংক রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও ধাওয়া দিয়ে ছাত্রদলের চার কর্মীকে আটক করে।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে মিছিলে হামলা করে ১০ নেতাকর্মীকে আহত ও চার কর্মীকে গ্রেফতার করেছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img