৩ সাংবাদিকসহ আট জনের বিরুদ্ধে সাইবার আইনে অভিযোগ

সিলেটে তিন সাংবাদিকসহ আট জনের বিরুদ্ধে সাইবার আইনে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন সিলেট সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর সভাপতি মো. জাকারিয়া।

গত ৫ অক্টোবর জাকারিয়ার সার্বিক কর্মকাণ্ড নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয় সিলেটের দৈনিক একাত্তরের কথা পত্রিকার।

জাকারিয়া জালালাবাদ থানাধীন হায়দর কুমারগাঁও এলাকার আব্দুল হাসিবের ছেলে।

এদিকে, আদালত জাকারিয়ার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করার জন্য সিলেট অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন দৈনিক একাত্তরের কথা পত্রিকার উপ-সম্পাদক মঈন উদ্দিন। তিনি বলেন, ‘সিলেটের পরিবহন সেক্টর নিয়ে পত্রিকায় একটি সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পর পত্রিকার প্রকাশক এবং তিন জন সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে জাকারিয়া নামের এক শ্রমিক নেতা সাইবার আইনে অভিযোগ দাখিল করেন। আমরা আইনিভাবে মোকাবিলা করবো। সেই সঙ্গে আমরা শতভাগ আশাবাদী, ন্যায়বিচার পাবো।’

অভিযোগে দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল, পত্রিকাটির উপসম্পাদক মঈন উদ্দিন, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, ফটো সাংবাদিক মিঠু দাস জয়কে আসামি করা হয়েছে। এ ছাড়া শাহপরাণ থানার পূর্বাশা আ/এ দেবপুরের কুতুব আলীর ছেলে সাহেদ আলী, শাহপরাণ থানাধীন নূরপুর দেবপুরের নেছার আলীর ছেলে আব্দুস সালাম, কোতয়ালি থানাধীন কাজিটুলা মক্তবগলির জীবন চৌধুরী, হানিফ মিয়া ও সত্যের অনুসন্ধানে নামের ফেসবুক আইডিসহ অজ্ঞাত আরও তিন-চার জনকে আসামি করা হয়।

আদালতে দাখিলকৃত অভিযোগে জাকারিয়া উল্লেখ করেন, তিনি সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ৩৮নং ওয়ার্ডের একজন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী। তার সম্মান নষ্ট করে নির্বাচন থেকে বিরত রাখতে আসামিরা পত্রিকায় সংবাদ প্রকাশ করেন।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img