যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, তাইওয়ানকে দ্রুত সময়ের মধ্যে অধিভুক্ত করার পরিকল্পনা করছে চীন। তারা ‘যে সময় ভেবেছিলেন’ তার চেয়ে দ্রুত সময়ে এটি করার পরিকল্পনা করছে চীন এমনটি জানিয়েছেন ব্লিঙ্কেন।
তিনি বলেছেন, চীন সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান-চীন নিয়ে বর্তমান যে স্ট্যাটাস কু (সম্পর্ক) আছে সেটি আর গ্রহণযোগ্য না।
রোববার চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেসের উদ্বোধনী বক্তৃতায় প্রেসিডেন্ট শি জিনপিং জানান, শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তিনি।
এদিকে চীন তাইওয়ানকে তাদের নিজেদের অংশ হিসেবে দেখে। অন্যদিকে তাইওয়ান চীনের মূল ভূখণ্ড থেকে নিজেদের আলাদা হিসেবে দেখে।
গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, যদি চীন তাইওয়ানের ওপর আক্রমণ করে তাহলে তাইওয়ানকে রক্ষা করতে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র, যদিও বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক নীতি অস্পষ্ট।
মঙ্গলবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন বলেন, যদি চীন শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে যুক্ত না করতে পারে তাহলে জবরদস্তি ও শক্তি প্রয়োগ করবে তারা।
ব্লিঙ্কেন আরও বলেন, এটিই গভীরভাবে স্ট্যাটাস কু-কে ব্যাহত করছে এবং উত্তেজনা তৈরি করছে।
এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাইওয়ানকে তারা যে কথা দিয়েছেন সেটি তারা রাখবেন এবং তাইওয়ান নিজেকে নিজে যেন রক্ষা করতে পারে সেই সহায়তা দেবেন।
ইউআর/