টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখাল নামিবিয়া।
আর এ চমকের নায়ক ইয়ান ফ্রাইলিংক। শ্রীলংকার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে ৪ বাউন্ডারিতে ২৮ বলের ৪৪ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি।
এর পর বল হাতেও ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন এ বাঁহাতি পেসার।
ফ্রাইলিংকের অলরাউন্ডিং পারফরম্যান্সে ৭ বল বাকি থাকতে ও ৫৫ রানে শ্রীলংকাকে হারিয়েছে নামিবিয়া।
স্বভাবতই ম্যাচসেরার পুরস্কার গেছে ফ্রাইলিংকের ভাগ্যে।
বিশ্বকাপ মঞ্চে এসে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়ে খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন তিনি।
এ নামিবিয়ান অলরাউন্ডার বললেন, ‘আমি এ মুহূর্তে কিছুটা বাকরুদ্ধ। আনন্দে আমি খুব উত্তেজিত। আমাদের আত্মবিশ্বাস ছিল যে, আজ যা অর্জন করেছি তা আমরা পারব। ম্যাচে কয়েকটি বাউন্ডারি মেরে আমার ওপর থেকে চাপ সরিয়ে নিয়েছিলাম এবং পরে কয়েকটি বাউন্ডারি হাঁকিয়ে জেজে স্মিথ আমার চাপটা আরও কমিয়ে দেয়। এর পর স্মিথসহ আমি একটি প্রতিযোগিতামূলক সংগ্রহে পৌঁছে দিয়েছি দলকে।
বোলিং পারফরম্যান্স নিয়ে ফ্রাইলিংক বলেন, ‘আমাদের বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। বোলাররা শুধু পরিকল্পনা অনুযায়ী বল করেছে। নিখুঁত লাইন লেন্থে বল ফেলেছে এবং তাদের (লংকান ব্যাটার) ভুলের সুবিধা নিয়েছে।’
ইউআর/