কাফনের কাপড় পরে কমলাপুরে রেল শ্রমিকদের বিক্ষোভ

ছয় দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের শ্রমিকরা।

রোববার সকাল ৯টার দিকে স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে তাদের এ অবস্থান কর্মসূচি শুরু হয়। দুপুর পর্যন্ত তারা সেখানেই ছিলেন বলে জানান ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস।

অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া শ্রমিকদের চাকরি স্থায়ী করা, দৈনিক কাজের সময় আট ঘণ্টা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাসভবনের সামনেও বিভিন্ন রকম স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।

তবে সার্বিকভাবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে জানিয়ে ওসি ফেরদৌস বলেন, তারা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাদের দাবিগুলো জানাতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছেন, কোনো বিশৃঙ্খলা নেই।

রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ (টিএলআর) এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির কথা বলছেন শ্রমিকরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে— রেলওয়েতে কর্মরত অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ী করা, নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের নিয়োগ পাওয়ার যোগ্যতা অষ্টম শ্রেণি পাস রাখা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img