বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে নতুন ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড।
সোমবার (২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র লাভ করে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান লেনদেন। ‘লেনদেন’ পেমেন্ট সিস্টেম চালু হওয়ার মাধ্যমে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগে এনওসি হস্তান্তর অনুষ্ঠান হয়। সেখানে লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তিপত্র তুলে দেয়া হয়।
জানতে চাইলে লেনদেনের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকী জানান, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টা বাড়ানো।
উল্লেখ্য, বিভিন্ন টাচ পয়েন্টের মাধ্যমে সারাদেশে এ পরিষেবা দেয়ার লক্ষ্যে হোয়াইট লেভেল এটিএম এবং মার্চেন্ট অ্যাকুইয়ারার সেবা চালুর ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়ে যাত্রা শুরু করেছে লেনদেন।