ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শনিবার ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিপ্লববিরোধী সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে আঘাত হানা হয়েছে। এর ফলে সন্ত্রাসীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে। ইরানের ভূখণ্ড থেকেই এই হামলা চালানো হয়।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানবিরোধী সন্ত্রাসীরা অবস্থান করছে বলে এর আগেও খবর এসেছে। সেখানে ইসরাইলের গুপ্তচর সংস্থার এজেন্টরাও তৎপরতা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর আগে ইসরাইলি গুপ্তচরদের এমন একটি আস্তানায় হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছিল আইআরজিসি।
ইউআর/