আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম নারী পেসার হিসেবে অবসরে গেলেন ভারতীয় তারকা ঝুলন গোস্বামী। ক্রিকেট থেকে অবসর নিলেও রেকর্ড বইয়ে উজ্জ্বল উপস্থিতি তার।
শনিবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ দিয়ে শেষ হয় ঝুলনের ২০ বছরে আন্তর্জাতিক ক্যারিয়ার।
২০০২ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২২ গজে দাপুটে বোলিংয়ে ছাপ রেখেছেন তিনি। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণ মিলিয়ে ৩৫৫ উইকেট শিকার করেন ঝুলন। ২০১৮ সালে প্রথম বোলার হিসেবে ৩০০ উইকেটের স্বাদ পান ঝুলন।
ওয়ানডে ক্যারিয়ারে ২০৪ ম্যাচে ২৫৫ উইকেট শিকার করেন তিনি। এই সংস্করণে ২০০ উইকেট নেই আর কোনো নারী ক্রিকেটারের।
আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ইনিংসে ৫ উইকেট শিকারি প্রথম বোলার ছিলেন ঝুলন। ২০০৫ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে ইনিংসে ৫ উইকেট শিকার করেন। ইংলিশদের বিপক্ষেই ওয়ানডেতেও ৫ উইকেট নেন তিনি। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে ভারতের হয়ে সেরা বোলিংয়ের কীর্তি ঝুলনের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি ৫ উইকেট নেন ১১ রানে।
ইউআর/