রুশ দখলদারিত্ব থেকে দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের তিনটি এলাকা পুনরুদ্ধারের দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এমন দাবি করেছেন তিনি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
দক্ষিণাঞ্চলে দুইটি এবং পূর্ব ডোনেস্কে একটি অঞ্চল মুক্ত করা হয়েছে বলে জানান জেলেনস্কি। তবে তিনি এলাকাগুলোর নাম উল্লেখ করেননি।
রবিবার সামরিক কমান্ডার ও গোয়েন্দা প্রধানের সঙ্গে বৈঠকে ‘ভালো রিপোর্ট’ পাওয়ার কথাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে যুক্তরাষ্ট্রের এক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের এই সময়ে ‘তীব্র জনবল সংকটে ভুগছে’ রাশিয়ার সেনাবাহিনী। ফ্রন্টলাইনের লড়াইয়ের জন্য নতুন সেনা পেতে মরিয়া হয়ে উঠেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম এপিকে বলেন, সেনা ঘাটতি মোকাবিলায় বেসরকারি নিরাপত্তা সংস্থা ও কারাগার থেকে কর্মী নিয়োগের চেষ্টা চালাচ্ছে মস্কো।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দণ্ডিত অপরাধীদের ক্ষমা এবং আর্থিক ক্ষতিপূরণের বিনিময়ে একটি তালিকা প্রণয়ন করতে যাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউআর/