আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে পাঁচ দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত আটজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে আফগানিস্তানের কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক এবং গভর্নরের মুখপাত্র মাওলাভি নাজিবুল্লাহ হানিফ বখতার রয়টার্সকে বলেন, স্থানীয় সময় রোববার রাতের ভূমিকম্পে কুনার প্রদেশে আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তিনি।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সোমবার ভোরে পূর্ব আফগান শহর জালালাবাদের কাছে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে।
চলতি বছরের জুন মাসে আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এক হাজারেও বেশি মানুষের মৃত্যু হয়। ওই ভূমিম্পে দেশটির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। সেই ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি আফগানিস্তান।
ইউআর/