ইসরাইলে তুরস্কের যুদ্ধ জাহাজ

কেমালরিস নামে তুরস্কের একটি যুদ্ধজাহাজ গত শনিবার ইসরাইলের হাইফা বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবারের মতো তার্কিস কোনো জাহাজ ইসরাইলের উপকূলে ভিড়ল। খবর ডেইলি সাবাহর।

২০১০ সালে ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য ত্রাণ নিয়ে তুরস্কের একটি জাহাজ গাজায় যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় ইসরাইলের নৌ বাহিনী তুরস্কের জাহাজ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ১০ জন তার্কিস নাগরিক মারা যান।

এরপর ইসরাইলের সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক প্রায় ছিন্ন হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে জ্বালানিসহ বিভিন্ন কারণে ইসরাইলের সঙ্গে ফের সম্পর্ক তৈরি করে তুরস্ক। এরপরই ইসরাইলে ভিড়ল দেশটির জাহাজ।

তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমধ্যসাগরে ন্যাটোর কার্যক্রমের অংশ হিসেবে জাহাজটি ইসরাইলে গেছে।

এদিকে কয়েকদিন আগে তুরস্কের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় ইসরাইল-তুরস্ক নতুন করে রাষ্ট্রদূত নিয়োগ করবে।

২০১৮ সালে জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলাকে কেন্দ্র করে ইসরাইলের সেনারা ৬০ জন গাজাবাসীকে অবৈধভাবে হত্যা করলে প্রতিবাদ স্বরূপ ইসরাইলের রাষ্ট্রদূতকে বহিস্কার করেছিল তুরস্ক।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img