রাশিয়ার আকাশসীমায় গোয়েন্দা বিমান ওড়ানোর পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। সেই খবর রাশিয়াকে নোটিশ নিয়ে জানিয়ে যুক্তরাজ্য। সেই পরিকল্পনার ব্যাপারে সতকর্তা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ব্রিটিশ গোয়েন্দা বিমানের অনুপ্রবেশ রুখে দেওয়ার জন্য সামরিক বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। খবর গার্ডিয়ানের।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ব্রিটেন নোটিশ দিয়ে জানিয়েছে তাদের গোয়েন্দা বিমান যে রুটে ওড়বে সেখানে রাশিয়ার অংশবিশেষও পড়বে।
এ ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা এই কার্যক্রমকে ইচ্ছাকৃত উসকানি মনে করছি। রাশিয়ার সীমানা লঙ্ঘন প্রতিহত করার জন্য রুশ বিমানবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইচ্ছাকৃত উসকানির সম্ভাব্য সব পরিণতির জন্য সম্পূর্ণরূপে ব্রিটিশ পক্ষ দায়ী থাকবে।
তবে কবে এবং কোথায় ব্রিটিশ বিমানটি ওড়ার পরিকল্পনা করেছিল সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ইউআর/