আন্তর্জাতিক দাবা ফেডারেশনের প্রধান হিসেবে রাশিয়ানর সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী আর্কাদি দোভোরকোভিচের পুনঃনির্বাচিত হওয়াকে মস্কোর জন্য একটি ‘জয়’ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। রোববার রুশ বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রোববার বার্তা সংস্থা তাসকে বলেন, আন্তর্জাতিক দাবা ফেডারেশনের (এফআইডিই) সভাপতি হিসেবে আর্কাদি দোভোরকোভিচের পুনঃনির্বাচন ‘খুব ভালো খবর এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজয়’।
পেসকভ আরও বলেন, এটি খুবই চমৎকার একটি বিষয়। এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠন, অনেক কাজ করতে হবে। আমরা আশা করি দোভোরকোভিচ এই কাজে সফল হবেন।
এফআইডিইয়ের শীর্ষ পদের লড়াইয়ে ৫০ বছর বয়সী ইউক্রেনীয় গ্র্যান্ডমাস্টার আন্দ্রি বারিশপোলেটসকে হটিয়ে এই পদ পান।
২০১২ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দোভোরকোভিচ।
ভারতে অনুষ্ঠিত এই নির্বাচনে ১৭৯ ভোটের মধ্যে ১৫৭টি ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন দোভোরকোভিচ। ইউক্রেনীয় গ্র্যান্ডমাস্টার আন্দ্রি বারিশপোলেটস পান মাত্র ১৬ ভোট। মোট পাঁচজন ভোটার অনুস্থিত ছিলেন। একটি ভোট বাতিল হয়ে যায়।
ইউআর/