কমনওয়েলথ গেমসের ইতিহাসে শুটিংয়ের পর টেবিল টেনিসে বাংলাদেশ কিছুটা দ্যুতি ছড়াতে পেরেছে। জিমন্যাস্টিক্স, সাঁতারে ব্যর্থ হলেও ভারোত্তোলনে আশিকুর রহমান নামের প্রতি সুবিচার করেছেন। গেমসে টিটির কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।
ছেলেদের দলগত ইভেন্টে প্রথম রাউন্ডে ফিজিকে হারানোর পর দ্বিতীয় রাউন্ডেও জয় পায় বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সে খেলায় গায়ানাকে ৩-২তে হারায় লাল-সবুজের দল। প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহীম জুটি ৩-২তে ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙ্গে জুটিকে হারায়। এককে সাব্বির ১-৩ সেটে হারেন ব্রিটনের কাছে। তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ সেটে ভ্যান লাঙ্গেকে হারালেও রামহীম ০-৩ সেটে হারলে উত্তেজনা ফিরে আসে।
শেষ ম্যাচে সাব্বির ৩-২ সেটে ফ্র্যাঙ্কলিনকে হারিয়ে বাংলাদেশকে পৌঁছে দেন কোয়ার্টার ফাইনালে। শনিবার গ্রুপের তৃতীয় রাউন্ডে ইংল্যান্ডের কাছে ০-৩ এ হেরে যায় বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ প্রত্যেক খেলোয়াড়ের জন্য ৫০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেন।
এদিকে ৫০ কেজি ওজন শ্রেণিতে ভারোত্তোলক আশিকুর রহমান কিছুটা হলেও নামের প্রতি সুবিচার করেছেন। তিনি ২১১ কেজি ওজন তুলে ১০ জনের মধ্যে পঞ্চম হয়েছেন। তিনি স্ন্যাচে ৯৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি ওজন তোলেন। এই ইভেন্টে মালয়েশিয়ার অনিক মোহাম্মদ ২৪৯ কেজি ওজন তুলে গেমস রেকর্ড গড়ে স্বর্ণ, ভারতের মহাদেব (২৪৮ কেজি) রুপা এবং শ্রীলংকার দিলাংকা (২২৫ কেজি) ব্রোঞ্জ জেতেন।
আগেরদিন সাঁতারুদের ডুবে যাওয়ার পর শনিবারও ভরাডুবি হয়েছে বাংলাদেশের দুই সাঁতারুর। বার্মিংহামের স্যান্ডওয়েল অ্যাকুয়াটিক সেন্টারে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া খাতুন পেছনের দিকের সাঁতারুদের সঙ্গে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ৩০.২২ সেকেন্ড সময় নিয়ে সোনিয়া ৬৮ জনের মধ্যে ৬১তম হয়েছেন।
নিজস্ব হিটে সাতজনের মধ্যে সপ্তম। সোনিয়ার ইভেন্টে অস্ট্রেলিয়ার জ্যাক সায়না ২৪.৩১ সেকেন্ড সময় নিয়ে বাছাইপর্বের শীর্ষে ছিলেন। এই ইভেন্টের চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়া স্কটল্যান্ডের ইভি ডেভিসের টাইমিং ছিল ২৬.০১ সেকেন্ড।
পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী ১ মিনিট ৭.৯২ সেকেন্ড সময় নিয়ে নিজের হিটে আটজনের মধ্যে ষষ্ঠ হন। ২৮ জনের মধ্যে রাজবংশী ২২তম। এই ইভেন্টে অস্ট্রেলিয়ার জ্যাককুক ৫৯.৯২ সেকেন্ড সময় নিয়ে বাছাইয়ে প্রথম হন। জিমন্যাস্টিক্সের দলগত বিভাগে এরেনা বার্মিংহামে আলী কাদির হক, আবু সাঈদ রাফি ও শিশির আহমেদের শারীরিক কলাকৌশল উপস্থিত দর্শকদের আনন্দ দিতে পারেনি। নবম হয়েছে বাংলাদেশ।
ইউআর/