গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার ঘোষণা রাশিয়ার

সোমবার জানিয়েছে, তারা নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের আরেকটি টারবাইনে রক্ষণাবেক্ষণের কাজ চালাবে। এ কারণে বুধবার থেকে ইউরোপে গ্যাস সরবরাহের পরিমাণ কমে যাবে।

গ্যাসপ্রম বলেছে, টারবাইনটি বন্ধ করে দেওয়ায়, রাশিয়ার পোর্তোভায়া কম্প্রেসর স্টেশনে প্রতিদিন ৩৩ মিলিয়ন ঘন ফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। এটির সাধারণ ধারণ ক্ষমতা ১৬০ মিলিয়ন ঘন ফুট গ্যাস।

বর্তমানে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ধারণ ক্ষমতার মাত্র ৪০ ভাগ গ্যাস আসছে। এখন নতুন করে সংস্কার কাজ চালানোর কথা বলে সরবরাহ কমিয়ে দেওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমে যাবে।

১০ দিন সংস্কারকার্য চালানোর পর সপ্তাহ খানেক আগে গ্যাস সরবরাহ শুরু করে রাশিয়া। কিন্তু এর মাঝেই আবারও সংস্কারকাজ চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।

বর্তমানে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে ধারণ ক্ষমতার ৪০ ভাগ গ্যাস আসার জন্য কানাডাকে দায়ী করে রাশিয়া। কারণ কানাডায় গ্যাসপ্রমের একটি টারবাইন আটকে আছে। রাশিয়ার দাবি এ টারবাইন তারা ফেরত না পাওয়ায় বাধ্য হয়ে তাদের গ্যাসের সরবরাহের পরিমাণ কমিয়ে দিতে হয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img