কাতার বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পেতে ক্লাব ফুটবলে নিয়মিত খেলতে হবে।
সেই শর্ত পূরণের জন্য ৩৯ বছর বয়সে মেক্সিকোতে পাড়ি জমালেন দানি আলভেস। বার্সেলোনায় নিজের দ্বিতীয় অধ্যায় শেষে নতুন ঠিকানা হিসাবে মেক্সিকোর ক্লাব পুমাসকে বেছে নিয়েছেন এই ব্রাজিলীয় ডিফেন্ডার। ফ্রি ট্রান্সফারে বৃহস্পতিবার তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে পুমাস।
পেশাদার ফুটবলে সবচেয়ে বেশি শিরোপা জেতা আলভেস টানা ১৭ বছর সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে ইউরোপ মাতিয়ে ২০১৯ সালে ব্রাজিলীয় ক্লাব সাও পাওলোতে যোগ দেন। বকেয়া পারিশ্রমিক নিয়ে ঝামেলায় গত বছরের শেষদিকে সাও পাওলোর সঙ্গে চুক্তি বাতিল করে ছয় মাসের জন্য ফেরেন বার্সেলোনায়। এবার আলভেসের বুড়ো হাড়ের ভেলকি দেখবে মেক্সিকান ফুটবল।
ইউআর/