তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে সদ্য হোয়াইটওয়াশ হওয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ঘরের মাঠেই দারুণ খেলল ভারতের বিপক্ষে। যদিও অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে ক্যারিবীয়দের।
শুক্রবার পোর্ট অব স্পেনে প্রথম একদিনের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকাতে পারলেই চলত।
ভারতের ছুড়ে দেওয়া ৩০৯ রান করে লক্ষ্য তাড়ায় ৩০৫ রানে থামে ক্যারিবীয়রা।
এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৯৭ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। ৯৯ বলে ১০ বাউন্ডারি ও তিন ছক্কা হাঁকান শিখর।
ভারতের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসাবে ওডিআইতে হাফসেঞ্চুরি করেন ধাওয়ান।
এতে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের ২৩ বছর আগে করা রেকর্ডটি ভেঙে গেছে।
১৯৯৯ সালে ৩৬ বছর ১২০ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরি করেছিলেন আজহার। আর ধাওয়ান করলেন ৩৬ বছর ২২৯ দিন বয়সে।
ধাওয়ানের প্রবেশে তালিকায় ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে চলে গেছেন দেশটির আরেক লেজেন্ড সুনীল গাভাস্কার।
১৯৮৫ সালে ৩৫ বছর ২২৫ দিন বয়সে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। অবশ্য মাত্র ৩ রান করলে রেকর্ডটি হতো ধাওয়ানের। মোতির এক ডেলিভারিতে ৯৭ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ব্রুকসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান।
ইউআর/