সুদানে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংঘর্ষ, নিহত ৩১

আফ্রিকার সুদানে নীল নদ রাজ্যে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক মানুষ। জীবন বাঁচাতে আফ্রিকার রাজ্য থেকে পালিয়ে গেছে অনেক পরিবার। খবর আল জাজিরা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের বার্টি ও হাওসা জাতিগোষ্ঠীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার সহিংসতা শুরু হয়েছে। থেমে থেমে সংঘর্ষ চলে বলে জানিয়েছেন রাজ্যের নিরাপত্তা বিভাগ ও সরকারি কর্মকর্তারা।

সহিংসতা বন্ধে অঞ্চলটিতে বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন সত্ত্বেও শনিবার (১৬ জুলাই) বিকাল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেক দোকানপাট ও বাড়ি-ঘর।

বার্তা সংস্থা এএফপিকে আল রোজারিস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আরও সেনা সদস্য প্রয়োজন। সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন তিনি। নয়তো আরও হতাহত বাড়ার শঙ্কা প্রকাশ করেছেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img