পাকিস্তানে ভারতীয় উড়োজাহাজের জরুরি অবতরণ

ফের পাকিস্তানে জরুরি অবতরণ করেছে ভারতীয় একটি উড়োজাহাজ। প্রযুক্তিগত ত্রুটির কারণে রবিবার এটি পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণে বাধ্য হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এয়ারলাইন্সের উড়োজাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের হায়দ্রাবাদের উদ্দেশে যাত্রা করেছিল।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাইলট প্রযুক্তিগত ত্রুটির কথা জানানোর পর উড়োজাহাজটি করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে অবতরণের পর প্লেনটি পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটিতে আটকে থাকা যাত্রীদের ফেরাতে করাচিতে বিকল্প বিমান পাঠানোর কথা জানিয়েছে ইন্ডিগো।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত দুই সপ্তাহে পাকিস্তানের মাটিতে ভারতীয় উড়োজাহাজ অবতরণের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে স্পাইসজেটের দিল্লি-দুবাই রুটের একটি উড়োজাহাজের জ্বালানি ট্যাংকে সমস্যার কারণে সেটিকে করাচিতে ঘুরিয়ে দেওয়া হয়েছিল।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img