মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির ও উমর আকমলের পর এবার ওয়াকার ইউনিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রমিজ রাজা জুনিয়র।
পাকিস্তানের কিংবদন্তিতুল্য সাবেক পেসার ও জাতীয় দলের সাবেক বোলিং কোচ ওয়াকার ইউনিসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাকিস্তানের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রমিজ রাজা জুনিয়র।
২০১১ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ক্রিকেট দলের হয়ে জিম্বাবুয়ে সফরে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন রমিজ রাজা জুনিয়র।
তিনি বলেন, জাতীয় দলের সাথে আমার একমাত্র আন্তর্জাতিক সফরের সময়, আমি ওয়াকার ইউনিসের কাছ থেকে অভদ্র আচরণের সম্মুখীন হয়েছিলাম।
করাচির একটি স্থানীয় চ্যানেলকে রমিজ রাজা জুনিয়র বলেন, আমি করাচির বাসিন্দা বলেই সে (ওয়াকার ইউনিস) আমাকে অনেক কটূক্তি করেছিলেন। সেই সফর আমার জন্য ভয়ংকর হয়ে উঠেছিল এবং আমি শুধু বাড়ি ফিরে যেতে চেয়েছিলাম।
৩৪ বছর বয়সী রমিজ রাজা আরও বলেন, তিনি আমাকে দলে টিকে থাকতে পাঞ্জাবি ভাষা শিখতে বলেছিলেন। তারা সব দলের মিটিংয়ে পাঞ্জাবি ভাষায় কথা বলতেন। একবার আমি তাকে (ওয়াকারকে) পেসার সোহেল ভাইয়ের সাথে অনুশীলনের যাওয়ার আগ্রহের কথা বলেছিলাম। তিনি আমাকে যেতে দেননি। তিনি বলেছিলেন এটা করাচি দল নয়।
সম্প্রতি পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদও তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওয়াকার ইউনিসকে দায়ী করেন।
গত জুনে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার উমর আকমল অভিযোগ করে বলেছিলেন, ওয়াকার ইউনিস আমাদের দেশের কিংবদন্তি ফাস্ট বোলার। কিন্তু কোচ হিসেবে তার ভূমিকা বুঝতে পারতাম না।
২০২১ সালের মার্চে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আসিফ ওয়াকার সম্পর্কে বলেন, আপনারা ওয়াকার ইউনিসকে মাস্টার অব রিভার্স সুইং বলেন। কিন্তু সে দীর্ঘদিন পাকিস্তানের কোচিং প্যানেলে থেকেও একজন রিভার্স সুইং বোলারের জন্ম দিতে পারেনি। এ ধরনের লোকেরা ২০ বছর ধরে কোচিংয়ে আছে কিন্তু তারা কখনো আদর্শ বোলার তৈরি করতে পারেনি।
২০২০ সালের ডিসেম্বরে পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিসবাহ-উল-হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিসের মানসিক অত্যাচারের শিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের সময়ের অন্যতম সেরা পেসার মোহাম্মদ আমির।
মাত্র ২৮ বছর বয়সে ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়ে লাহোরে সংবাদমাধ্যমকে আমির বলেছিলেন, ওয়াকার ইউনিস একজন কিংবদন্তি। মিসবাহ-উল হক পাকিস্তানের অসাধারণ একজন অধিনায়ক ছিলেন। কিন্তু কোচিং তো পুরোপুরি ভিন্ন একটা বিষয়। এক্ষেত্রে মাঠে নামার আগে আপনাকে শিখতে হবে, কোচিং বিষয়ে প্রয়োজনীয় পড়ালেখা করতে হবে।
তিনি আরও বলেন, আমি এটা বলছি না পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া। কিন্তু এই কোচিং স্টাফের এখনকার যে মানসিকতা, এটা মেনে নিয়ে আমার পক্ষে জাতীয় দলে খেলা সম্ভব নয়।
ইউআর/