বগুড়ার গাবতলীতে খালে ডুবে যমজ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকালে উপজেলার বাইগুনি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ইছামতি নদীর খালে এ ঘটনা ঘটে। রাতে মরদেহ দুটি ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করেন।
বুধবার (১৫ জুন) গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ, স্বজন ও স্থানীয়রা জানান, ছয় বছর বয়সী যমজ শিশু হাসান ও হোসাইন গাবতলীর বাইগুনি দক্ষিণপাড়ার মিলন সরকারের ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে যমজ দুই ভাই বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা কাছেই ইছামতি নদীর খালে পড়ে ডুবে যায়। সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজ করা শুরু করেন। পরে রাতে তাদের মরদেহ খালে ভেসে
ওঠে। পরে তাদের গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ না থাকায় যমজ শিশু দুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
ইউআর/