ব্যবসায়ীর ক্যাশবাক্সের নিচে সাড়ে ৩ কেজি গাঁজা

ভোলার মনপুরায় মুদি দোকানের ক্যাশবাক্সের নিচ থেকে সাড়ে তিন কেজি গাঁজাসহ মুদি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভোলা জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম বাদী হয়ে তার বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় আটক মাদক ব্যবসায়ীকে মনপুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারের এক মুদি দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করা হয়।
গাঁজাসহ আটক ব্যবসায়ীরা হলেন— উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মৃত রফিজলের ছেলে মিজান (৩৬)। তিনি মুদি ব্যবসার সঙ্গে গাঁজার ব্যবসা করেন।

এ বিষয়ে ভোলা জেলার সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, আটক মিজান মুদি ব্যবসার পাশাপাশি গাঁজার ব্যবসা করেন। গোপন সংবাদের ভিত্তিতে মুদি দোকানে অভিযান চালিয়ে ক্যাশবাক্সের নিচ থেকে সাড়ে তিন গাঁজা উদ্ধার করা হয়। পরে ব্যবসায়ীকে আটক করে মনপুরা থানায় মামলা দেওয়া হয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img