কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক সমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)। ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, রবিবার (১২ জুন) বিকাল ৫টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলো– নূর আলমের ছেলে আমির হাকিম (৩৭), আব্দুল মনসুরের ছেলে মজিদ উল্লাহ (৩৫)। তারা মধুছড়া ক্যাম্প-৪-এর বাসিন্দা।
পুলিশ সুপার নাঈমুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
১০ জুন উখিয়ার মধুছড়া ক্যাম্প-৪-এর ব্লক সি থেকে হাত-পা বাঁধা অবস্থায় রোহিঙ্গা যুবক সমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার।
ইউআর/