কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে হোসাইন ও তানিম নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলার শিদলাই ও নাগাইশ গ্রামে পৃথক এই দুটি ঘটনা ঘটে। মৃত হোসাইনের বয়স দেড় বছর। সে শিদলাই গ্রামের মো. ফরহাদের ছেলে। চার বছর বয়সী তানিম নাগাইশ গ্রামের মো. জাকিরের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই গ্রামের হোসেন দুপুরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পাশে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় খুঁজে পায়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের তানিম পরিবারের সবার অগোচরে বাড়ির সামনে একটি ডোবায় পড়ে যায়। তার মা-বাবা ও বাড়ির লোকজন তাকে না পেয়ে বাড়ির পাশের ডোবায় খুঁজে পায়, এলাকাবাসী তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়ে সন্ধ্যায় শুনেছি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img