সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, ৪৭ জনকে আসামি করে মামলা

শরীয়তপুরের জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম মালতকে (৪২) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে নিহত সাইফুল ইসলামের ভাই আব্দুস সামাদ বাদী হয়ে জাজিরা থানায় ৪৭ জনকে আসামি করে হত্যা মামলাটি করেন। হত্যায় জড়িত থাকার অভিযোগে আটক সুজন ফকিরকে (৩০) গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে সাইফুল বাজার থেকে বাসায় ফিরছিলেন। ছালাম মালতের বাড়ির সেতুর সামনে পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্বজনরা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, জাজিরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ মাদবর ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইলিয়াছ মাদবর পক্ষের সমর্থক ছিলেন। মামলার আসামিরা সেলিম মাদবরের সমর্থক।

জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছি আমরা। এ ঘটনায় ৪৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।’

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img