দুর্গম পাহাড়ের ৬০০ পরিবার পেলো সোলার প্যানেল

খাগড়াছড়ির রামগড় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৬০০ পরিবারকে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুন) দুপুরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২-এর আওতায় ১ নম্বর রামগড় ইউনিয়নের ৬০০ উপকারভোগী পরিবারকে ১০০ ওয়াট সোলার হোম সিস্টেম এবং তা নিয়ে যাওয়ার জন্য ৬৫০ টাকা করে দেওয়া হয়।

অন্তুপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এসব সোলার প্যানেল বিতরণ করেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।

ইউআর/

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img