ব্রেকে ত্রুটি: ১০ লাখ কার প্রত্যাহার করছে মার্সিডিজ

জার্মান গাড়ি নির্মাতা মার্সিডিজ-বেঞ্জ বিশ্বজুড়ে প্রায় ১০ লাখ পুরনো গাড়ি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। তাদের ব্রেকিং ব্যবস্থায় সম্ভাব্য ত্রুটির কারণে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সপ্তাহান্তে কোম্পানি জানায়, ব্রেক ব্যবস্থার ত্রুটি নিয়ে তারা ইতোমধ্যে গাড়ির মালিকদের সঙ্গে যোগাযোগ করেছে।

মোট প্রত্যাহার করা হবে বিশ্বের ৯ লাখ ৯৩ হাজার ৪০৭টি গাড়ি। এর মধ্যে জার্মানিতে রয়েছে ৭০ হাজার।

গত বছর জরুরি কল ব্যবস্থায় নিরাপত্তা ইস্যুর কারণে গত বছরও মার্সিডিজ প্রায় সমান সংখ্যক গাড়ি প্রত্যাহার করেছিল।

কোম্পানিটি জানিয়েছে, প্রত্যাহারকৃত গাড়িগুলো ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে উৎপাদন করা হয়েছিল। এগুলো তাদের এসইউভি ও বিলাসবহুল আর-ক্লাস মিনিভ্যানের এমএল ও জিএল সিরিজের।

মার্সিডিজ জানিয়েছে, প্রত্যাহারকৃত গাড়িগুলোর সম্ভাব্য ব্রেক ব্যবস্থা পরীক্ষা করা হবে এবং প্রয়োজনে যন্ত্রাংশ পরিবর্তন করা হবে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img