ইউক্রেনে রাশিয়ার আরও একজন জেনারেল নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পূর্ব ডনবাস অঞ্চলে প্রচণ্ড লড়াইয়ের সময় শীর্ষস্থানীয় ওই জেনারেল নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
নিহত ওই জেনারেলের নাম রোমান কুতুজভ বলে জানা গেছে।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে এ নিয়ে কথা বলেছেন রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক আলেকজান্ডার স্লাদকভ। তিনি বলেন, জেনারেল কুতুজভ স্বঘোষিত ডোনেস্ক পিপলস রিপাবলিক থেকে সেনাদের কমান্ড দিচ্ছিলেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে অবশ্য এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে এ পর্যন্ত নিজেদের ঊর্ধ্বতন তিন জন জেনারেলকে হারানোর কথা স্বীকার করেছে রাশিয়া। তবে কিয়েভের দাবি, তারা ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছে।
পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে রাশিয়ার অন্তত সাত জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।
ইউআর/