ইউক্রেনে রয়টার্সের দুই সাংবাদিক গুরুতর আহত, চালক নিহত

ইউক্রেনের সেভেরোডোনেস্ক শহরে যাওয়ার পথে গাড়িতে হামলায় বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় নিহত হয়েছেন গাড়ির চালক।

সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ জুন) রুশ সমর্থিত বাহিনীর দেওয়া একটি গাড়িতে রয়টার্সের ফটোগ্রাফার আলেক্সেন্ডার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল সেভেরোডোনেস্ক- রুবিশঝন শহরের দিকে ভ্রমণ করছিলেন। তারা যেখানে হামলার শিকার হন সেটি রুশ নিয়ন্ত্রিত এলাকা।

তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। গুরুতর আহত দুই সাংবাদিকের চিকিৎসা চলছে। রয়টার্স কর্তৃপক্ষ নিহত ড্রাইভারের পরিচয় জানাতে পারেনি। অঞ্চলটির বিচ্ছিন্নতাবাদীদের কোনও চালক হবে বলে ধারণা করা হচ্ছে। নিহত চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রয়টার্স।

সেভেরোডোনেস্ক ও এর আশপাশে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে রুশ বাহিনীর তুমুল লড়াই অব্যাহত রয়েছে। এলাকাটি নিয়ন্ত্রিত নিতেই হামলা জোরালো করেছে রাশিয়া। সেভেরোডোনেস্ক বেশ কিছু জায়গায় ইতোমধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে এসেছে বলে দাবি রুশ বাহিনীর।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img