‘অপহরণ থেকে বাঁচতে’ চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন এক স্কুলছাত্রী। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টায় নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর-জয়দেবপুর সড়কে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ওই ছাত্রীর নাম ফারিয়া আক্তার। সে বন্দরের মুরাদপুর এলাকার ফারুক মিয়ার মেয়ে ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
এদিকে এ ঘটনার প্রতিবাদে দুপুর বিদ্যালয়সংলগ্ন মদনপুর-জয়দেবপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ধামগড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা চালককে গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থীরা জানান, সকাল সাড়ে ৬টায় স্কুলে যাওয়ার জন্য মদনপুর স্ট্যান্ড থেকে অটোরিকশায় উঠে ফারিয়া। স্কুলে না নামিয়ে অটোচালক ফারিয়াকে নিয়ে অটো চালাতে থাকে। বার বার অটোরিকশা থামানোর অনুরোধ করেও কাজ হয়নি। তাকে অপহরণ করা হচ্ছে বুঝতে পেরে ফারিয়া অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদনপুরের একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে।
ধামগড় ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, অটোরিকশা চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
ইউআর/