ফরিদপুরে বাঁধ ধসে পানিতে ডুবে শ্রমিক নিখোঁজ

ফরিদপুরে বাঁধ ধসে খালের পানিতে পড়ে বিল্লাল হোসেন শেখ (৪৫) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২০ মে) ভোর ৫টার দিকে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের পদ্মা নদী সংলগ্ন মদনখালী খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বিল্লাল জেলা সদরের পালডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি ইট ভাটার ইট পারাপারে ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
শনিবার (২১ মে) সকালে ফরিদপুরের নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার ভোরে নিখোঁজের পরে রাত ১০টা পর্যন্ত তাকে উদ্ধার অভিযান চলে।

রাতে খুঁজে না পেয়ে পরদিন শনিবার সকাল থেকে বিল্লালকে উদ্ধার অভিযানে নামে ঢাকা থেকে আসা ডুবুরি দল।
ফরিদপুর ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, মানিকগঞ্জের আরিচা থেকে চার সদস্যের একটি দল শুক্রবার বিকেল ৪টা থেকে কাজ শুরু করে।

রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img