পিরোজপুরের নাজিরপুরে ট্রাকভর্তি লোহার কাঁচামাল ছিনতাইকালে তিনজনকে আটক করে স্থানীয়রা।
রোববার (১৫ মে) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার পৌরসভার কুমারখালী এলাকার মৃত আনোয়ার শিকদারের ছেলে শাহেদ শিকদার (৩২), তার সহযোগী পৌরসভার পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুক কাজী (২৮) ও প্রাইভেটকার চালক জেলার সদর উপজেলার হরিনা গাজীপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সোহেল শেখ (৩০)।
পুলিশ জানায়, স্থানীয়রা একটি প্রাইভেটকারে করে মানিক মোল্লা (২৩) নামে এক যুবককে মুখ বেঁধে নিয়ে যেতে দেখেন।
এটি দেখে প্রাইভেটকারটি আটকে রেখে পুলিশে খবর দেন তারা। পরে পুলিশ এসে প্রাইভেটকারে থাকা তিন ছিনতাইকারীকে আটক করে।
সেইসঙ্গে লোহার কাঁচামাল বহনকারী ট্রাক ও ট্রাকের হেলপার মানিককে উদ্ধার করা হয়।
হেলপার মানিক পটুয়াখালী জেলার সদর উপজেলার বদরপুর গ্রামের মোয়াজ্জেম মোল্লার ছেলে।
এ বিষয়ে পুলিশের ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, ট্রাকটি (ঢাকা
মেট্রো-ট ২০৪৬৫১) বরিশালের বানারিপাড়া থেকে ঢাকায় লোহার কাঁচামাল নিয়ে যাচ্ছিল। পথে ছিনতাইকারীরা ওই ট্রাকের ড্রাইভারকে জিম্মি করে ও হেলপারকে মুখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। এ সময় স্থানীয়রা প্রাইভেটকারসহ ছিনতাইকারীদের আটক করে।
ইউআর/