ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার কারণে রাজধানী কিয়েভ থেকে দূতাবাস সরিয়ে নেয় ভারত। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় আগামী মঙ্গলবার থেকে আবারও কিয়েভে দূতাবাস ফিরিয়ে আনতে যাচ্ছে দিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার টুইট বার্তায় জানিয়েছে, আমরা শিগগিরই ভারতীয় দূতাবাস রাজধানী কিয়েভে প্রত্যাবর্তন করতে যাচ্ছি। আগামী ১৭ মে কিয়েভে দূতাবাসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
রুশ বাহিনীর হামলার কারণে ভারতীয় দূতাবাস গত ১৩ মার্চ পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে সরিয়ে নেয়। শুধু ভারত নয় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বেশিরভাগ দেশ নিজেদের কার্যক্রমের পরিধি কমিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করে।
এদিকে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে প্রতিনিয়ত পিছু হটছে রাশিয়ার বাহিনী। ইতোমধ্যে অনেক হারানো জায়গা পুনরুদ্ধার হয়েছে।
ইউআর/