উ. কোরিয়ায় তিন দিনেই ৮ লাখ লোকের ‘জ্বরের’ উপসর্গ

উত্তর কোরিয়া ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। ‘জ্বরে’ নতুন করে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। জ্বরের উপসর্গ নিয়ে মৃতদের সবাই করোনায় আক্রান্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। রবিবার (১৫ মে) দেশটির সরকার জানিয়েছে, করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে লকডাউনের চতুর্থ দিনের মাথায় ৪২ জন জন মারা গেছেন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নতুন করে প্রায় ৩ লাখ লোক জ্বরে আক্রান্ত। এ নিয়ে তিনদিনে ৮ লাখের বেশি মানুষ জ্বরে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এদের বেশিরভাগই প্রাণঘাতী করোনায় সংক্রমিত।

গত বৃহস্পতিবার উ. কোরিয়া প্রথমবার করোনায় কারও মৃত্যুর খবর নিশ্চিত করে সরকার। যদিও বিশেষজ্ঞদের ধারণা আরও আগে থেকেই ভাইরাসের উপস্থিতি রয়েছে দেশটিতে। আর সংক্রমণ ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি দেখা দেবে বলে সতর্কও করেছেন তারা।

উ. কোরিয়ার জনগোষ্ঠী আড়াই কোটি। ভ্যাকসিন কর্মসূচির অপ্রতুলতা ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে পুরো জনগোষ্ঠী ঝুঁকিতে রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনে বলা হয়েছে, মহামারী নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে কোভিড প্রতিষেধক ভ্যাকসিন গ্রহণে পদক্ষেপ নিতে এখনও দেখা যায়নি সরকারকে।

দেশের সব প্রদেশ, শহর এবং কাউন্টি পুরোপুরি লকডাউনে রয়েছে। গত ১২ মে থেকে কঠোর বিধিনিষেধ চলছে দেশজুড়ে। উত্তর কোরিয়ায় দ্রুত ছড়াতে থাকা কোভিড-১৯ সংক্রমণকে দেশের জন্য ভয়ানক বিপর্যয় আখ্যা দিয়েছেন দেশটির শাসক কিম জং উন। সংক্রমণ মোকাবিলায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img