৪০২৪ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর কিশোরঞ্জে বাবুল আহমেদ নামের এক ব্যবসায়ীর গুদামে মজুত করা চার হাজার ২৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মীরা। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা শহরে মের্সাস হারুন স্টোরের গুদামে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়।

এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. বাবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতে পূর্ব নির্ধারিত মূল্যে ওই তেল সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, অধিক মুনাফার লোভে বাজারে সরবরাহ না করে তেল মজুত করেন ব্যবসায়ী বাবুল আহমেদ। এমন খবর পেয়ে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার গুদাম থেকে পুষ্টি, ফ্রেশ ও রূপচাঁদার এক লিটার, আধা লিটার এবং দুই লিটার পরিমাণের বোতলে চার হাজার ২৪ লিটার তেল জব্দ করা হয়।

পরে ওই ব্যবসায়ীকে অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানাসহ ও উদ্ধার করা তেল পূর্ব নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img