দাঁড়ানো ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ইঞ্জিল আলী (৪০) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশাটির আরও এক যাত্রী।

শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওই বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইঞ্জিল আলী নড়াইল জেলার কালিয়া থানার রাজাপুর গ্রামের বাসিন্দা।

আহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, ভাটই বাজার পুলিশ ক্যাম্পের সামনে টায়ার পাংচার হওয়ায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল।

এসময় গাড়াগঞ্জ থেকে ঝিনাইদহগামী একটি মাহেন্দ্র (অটোরিকশা) যাত্রী নিয়ে শহরের দিকে আসছিল। পথে ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

এতে ইঞ্জিলসহ অটোরিকশার দু’জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে ইঞ্জিল আলী মারা যান।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img