নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী ব্যাংক রোড সংলগ্ন মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে বাজারের প্রধান সড়ক সংলগ্ন ব্যাংক রোডের একটি দোকানে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে।
মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এরই মধ্যে সড়ক পার্শ্ববর্তী অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নোয়াখালীর সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন মজুমদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় তিনি বলেন, লক্ষ্মীপুর, সোনাইমুড়ী, সেনবাগ, মাইজদী, চৌমুহনীসহ ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এখনও কাজ করছে। আগুন নেভাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। তবে আমাদের চেষ্টা অব্যাহৃত রয়েছে।
ইউআর/