কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও কৃষক লীগ ১১ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে এ ইফতার মাহফিল ও আলোচনা সভা এবং কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম কাঞ্চন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাংগীর, মহানগর যুবলীগের আহবায়ক ও সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগ আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম, আদর্শ সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, আমড়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, নগর ছাএলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা মোস্তাক হোসেন, মহানগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও ১১ নং কাউন্সিলর ইফতার মাহফিলের তত্বাবধায়ক হাবিবুর আল আমিন সাদি, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিবু প্রসাদ, মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হাবিবু সায়েরীন, মহানগর আওয়ামী লীগের সদস্য ও চৌয়ারা কলেজের সাবেক অধ্যক্ষ জনাব মোঃ সহিদউল্লাহ, মহানগর আওয়ামী লীগের সদস্য এড. আতিকুর রহমান আব্বাসী, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব হেলালউদ্দিন হেলাল, মহানগর আওয়ামী লীগ ১১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কে এম কাইয়ুম ফারুক, মহানগর ছাএলীগের আহবায়ক আবদুল আজিজ সিয়ানুক প্রমুখ।