তেলের দাম ২০ টাকা বেশি নেওয়ায় ৩০ হাজার জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেলের দাম ২০ টাকা বেশি রাখায় এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা শহরের পাওয়ার হউজ রোডে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান।

তিনি জানান, ক্রেতাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সয়াবিন তেলের ডিলার মেসার্স শেফা এন্টারপ্রাইজ ও হান্নান ট্রেডিং অভিযান পরিচালনা করাহয়। এর আগে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রাসেলকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে একজন কর্মকর্তা ক্রেতা সেজে ফোন দেন। তখন তেলের রাসেল জানান, ৫ লিটার বসুন্ধরা সয়াবিন তেলের বোতলের মূল্য ৭৬০ টাকার জায়গায় ৭৮০ টাকা রাখা যাবে।

দুপুরে পাওয়ার হাউজ রোডের মোহাম্মদ রাসেলের মেসার্স শেফা এন্টারপ্রাইজ ও হান্নান ট্রেডিংয়ে অভিযান পরিচালনাকালে দেখা যায়, সদর উপজেলার রাধিকা বাজারের এক ক্রেতার কাছে ৫ লিটার ৭৬০ টাকার বোতলজাত সয়াবিন তেল ৭৮০ টাকা করে বিক্রি করছে। পরে রাসেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে বেশি দামে তেল বিক্রি করবে না বলে তাকে সতর্ক করা হয়।

রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রতিনিয়ত বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান মেহেদী হাসান।

অভিযানকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাজমুল হক, জেলা নিরাপদ খাদ্য অধিদফতরের কর্মকর্তা ফারহান ইসলাম ও সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img