দিনাজপুরে শ্রমিক নেতাকে মারধর, বাস চলাচল বন্ধ

দিনাজপুরে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতাকে সিএনজি চালক কর্তৃক মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রাখেন শ্রমিকরা।

ফলে অনেক বাস যাত্রী ভোগান্তিতে পড়েছে।
এর আগে বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত ১টায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের দিনাজপুর-রংপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে গাড়ী দিয়ে বেরিকেড দেয় পরিবহন শ্রমিকরা।

এসময় কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
জানা যায়, দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা বাসস্টান্ডে বুধবার (২০ এপ্রিল) বিকেলে সিএনজি চালিত অটোরিক্সার এক যাত্রীকে অটোরিক্সা থেকে নামিয়ে বাসে উঠিয়ে নিলে বাস হেলপারকে তাকে মারধর করেন তারা।

পরে বাসস্ট্যান্ড শাখা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ডাব্লুর এগিয়ে আসলে কথা কাটাকাটির এক পর্যায়ে ডাব্লুর মাথাতেও আঘাত করে সিএনজি চালকরা।
কয়েকজন বাস চালক জানান, আমাদের নেতাকে মারধধের ঘটনায় সিএনজি চালকদের গ্রেফতারের দাবিতে আমরা রাত থেকে সড়কে বাস রেখে অবরোধ করেছি।

এছাড়াও সকাল থেকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোন ধরনের বাস ছেড়ে যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হাকিম বলেন, আমাদের এক শ্রমিক নেতাকে মারধর করার কারণে আমরা গাড়ী চলাচল বন্ধ রেখেছি। এখন আমরা বসে আলোচনা করে পরবর্তীতে কর্মসূচি বিষয়ে জানানো হবে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, শ্রমিকদের পক্ষ থেকে একটি অভিযোগ আনা হয়েছিল। তা আমরা গ্রহণ করেছি। তারা কি কারণে আন্দোলন করছে, তা নিয়ে তাদের সঙ্গে কথা বলা হচ্ছে বলে জানান তিনি।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img