গাজীপুরে ইঞ্জিন লাইনচ্যুত, জয়দেবপুর-ময়মনসিংহে ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের শ্রীপুর রেল স্টেশন এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ওই ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে পৌছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়।

পরে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে যেতেই পেছনের ২টি চাকা লাইনচ্যুত হয়। এরপর থেকেই জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন থেমে আছে। ট্রেনের ইঞ্জিন লাইনে বসাতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দুই-তিন ঘণ্টা সময় লাগতে পারে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img