ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনাঃ ফিনল্যান্ড

পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনায় বসছে ফিনল্যান্ডের পার্লামেন্ট। বুধবার এই আলোচনা হওয়ার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ন্যাটোতে যোগদানের জন্য পার্লামেন্টের রায় প্রয়োজন হবে সরকারের। সেক্ষেত্রে ২০০ এমপির বেশিরভাগকে এই জোটে যোগদানের পক্ষে ভোট দিতে হবে।

ফিনিশ মিডিয়া জানিয়েছে, ২০০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের প্রায় ১০০ জন সদস্য বর্তমানে ন্যাটোতে যোগদানের পক্ষপাতী। ১২ জন এই জোটে যোগদানের বিরোধী। বাকিদের অবস্থানের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পার্লামেন্টের আলোচনায় তাদের অবস্থান স্পষ্ট হবে বলে প্রতীয়মান হচ্ছে।

এর আগে গত ১৫ এপ্রিল ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ড ও সুইডেনকে ফের সতর্ক করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যোগদানের বিষয়টি সুইডেন এবং ফিনল্যান্ডের ওপর নির্ভর করবে। তবে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সামগ্রিকভাবে ইউরোপীয় নিরাপত্তার জন্য এই ধরনের পদক্ষেপের পরিণতি বোঝা উচিত তাদের।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img