শ্রীলঙ্কায় বিক্ষোভে পুলিশের গুলিতে এক জনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। বুধবার পুলিশকে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে চলা বিক্ষোভে মঙ্গলবার প্রথমবারের মতো গুলি চালায় পুলিশ।
বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় তিন ঘণ্টা দূরত্বের রামবুক্কানা শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মঙ্গলবার পুলিশ তাজা গুলি ব্যবহার করে। এতে একজন নিহত এবং আরও অনেকে আহত হয়।
বিগত কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় বিক্ষোভ চলছে। আর্থিক সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় সামগ্রির অভাব এবং লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। বিক্ষোভকারীদের অভিযোগ সরকারের অব্যবস্থাপনার কারণেই সংকট দীর্ঘ হচ্ছে।
বুধবার এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে বলেন, ‘রামবুক্কানা ট্রাজেডির পর অত্যন্ত হতাশ হয়েছি। আমি আত্মবিশ্বাসী যে একটি কঠোর, নিরপেক্ষ তদন্ত চালানো হবে।’
বুধবার রামবুক্কানা শহর মূলত শান্ত রয়েছে। সড়কে নিরাপত্তা রক্ষীদের আনাগোনা কম। মঙ্গলবার যেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে সেই স্থানটি ঘিরে রেখেছে পুলিশের চার সদস্যের একটি ফরেনসিক টিম।
আশেপাশে পাথর, তাজা গুলির খোসা এবং টিয়ার গ্যাসের খোলস পড়ে থাকতে দেখা গেছে।
ইউআর/