তিতাস নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শ্রমিক নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে একটি ধানবোঝাই নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা বিল্লাল (২৭) নামে এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরান হোসেন জানান, সকালে চাপুইর এলাকা থেকে ধানবোঝাই একটি নৌকা তিতাস নদী দিয়ে বাসুদেব ইউনিয়নের পাইকপাড়ায় যাচ্ছিল। নৌকায় ধানের মালিকসহ দুই শ্রমিক ও মাঝি ছিলেন।

চাপুইর এলাকায় কিছু দূর যাওয়ার পর নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় ধানের মালিক, একজন ধান কাটার শ্রমিক ও মাঝি সাঁতরে তীরে ওঠেন। তবে শ্রমিক বিল্লালের কোনও সন্ধান মেলেনি। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ফায়ার সার্ভিসের একটি দল এবং আখড়া থেকে অপর একটি উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নদীর এই জায়গায় গভীরতা বেশি। তাই উদ্ধারে অভিযানে বেগ পেতে হচ্ছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল আসছে। আশা করা যাচ্ছে, নিখোঁজ শ্রমিককে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে‌।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img