জয়পুরহাটে মদসহ ২ যুবক আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে সাত বোতল বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- একই গ্রামের শুকুর আলীর ছেলে সাইফুল ইসলাম (২৩) ও মৃত হাফিজার রহমানের ছেলে নুর মোহাম্মদ বাবু (৩৬)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নন্দইল গ্রাম থেকে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাত বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতার দু’জনের নামে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া সাইফুলের নামে এর আগেও মাদকের একটি মামলা রয়েছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img